২০ টি বাংলা ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে ধাঁধা আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব। তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ। এই Bangla dhadha গুলি সল্ভ করুন। Solve these Bangla riddles and dha dha prashn uttar (Answer)
তোমরা সব তৈরী তো ?
১. LLAC দিয়ে কারো সাথে কিভাবে যোগাযোগ করবেন ?
২. পরপর তিনদিন ব্যাঙ্ক স্ট্রাইক এর জন্য বন্ধ থাকার পর, যেদিন ব্যাঙ্ক খুললো সেদিন এক ভদ্রলোক ব্যাংকে গিয়ে এক কোটি টাকা জমা করে আসেন। এই ঘটনার এক মাস পরেও ঐ ভদ্রলোকের একাউন্ট এ টাকা জমা পড়েনি, এর কারণ কি ?
উত্তর : কারণ তিনি ব্যাঙ্কের কর্মচারী ছিলেন।
৩. রঞ্জিত বাবু রোজ দাড়ি কাটেন। তবুও রাতে ঘুমোতে যাওয়ার সময় তার গালে এক গাল দাড়ি থাকে। ইটা কিভাবে সম্ভব ?
৪. পদবি এবং বন্য জন্তু একসাথে। কি সেটা ?
৫. বাংলা DICTIONARY শুরু হয় অ বর্ণ দিয়ে। শেষ হয় কোন বর্ন দিয়ে ?
bangla dhadha ad - 1
৬. ধরুন আপনি একজন জ্যোতিষ। তাহলে কোন দুটি রাশির যোগফল ১৬৭?
৭. ছয় কে না ঘুরিয়ে নয় করবেন কি করে ?
৮. তেরোর থেকে তেরো বাদ দিলে কি থাকে ?
৯. দশটা ডিম ছিল। দুটো ভাঙলেন, দুটো খেলেন, দুটো সেদ্ধ করলেন, কটা গোটা ডিম রইলো ?
উত্তর : ৬ টা ডিম (সেদ্ধ টাও গোটা আছে )
১০. বরফ থাকা সত্ত্বেও বাঙালি কোন খাবারটি গরম খায় ?
উত্তর : RICE (বানানে ICE আছে )
bangla dhadha ad - 2
১১. পাঁচজন বোনের মধ্যে হিয়া ইস্ত্রি করছিল, প্রিয়া রান্না করছিল,জিয়া দাবা খেলছিল,টিয়া হোমওয়ার্ক করছিল। তাহলে দিয়া কি করছিল ?
উত্তর : জিয়ার সাথে দাবা খেলছিল।
১২. দাদা আর বৌদি মাইল ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল। বৌদি ওড়ালেন ৮ তা ঘুড়ি। আর দাদা ওড়ালেন ১২ তা ঘুড়ি। তাহলে কে কার কটা ঘুড়ি ওরালরন ?
উত্তর : একটাও না। সুতো কাটে ঘুড়ি কাটে না।
১৩. একটি ঝুড়িতে ৪ টি আপেল আছে। ৪ জনকে চারটি আপেল দেওয়ার পরও ঝুড়িতে একটা আপেল রাখতে হবে। কি করে ?
উত্তর :একজনকে ঝুড়ি সমেত আপেল দিতে হবে।
১৪. টিয়া,পায়রা, শালিক, ময়না, চড়ুই এগুলোর মধ্যে কোনটি ডাকার নিরিখে আলাদা ?
উত্তর : পায়রা। সব গুলিতেই আমরা পাখি কথাটি বলে থাকি। পায়রা তে পাখি বলি না।
১৫. ৫ মিনিটের রাস্তা যেতে এক ঘন্টা সময় নেয় কে ?
bangla dhadha ad - 3
১৬. কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায়না?
১৭. পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটে হাঁকে।
১৮. কোন জিনিস কাটলে বাড়ে?
১৯. আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?
২০. কোন রাণী পুরুষও হয়?
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel