Bangla Dhadha আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা Bangla Dhadha আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব – Bangla Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ৩০ টি Bangla dhadha with answers.

1. খেতে বড়ো সুখ, সারা গায়ে চোখ।
2. উড়লেও পাখি নয়, বলো দেখি কারে কয়?
3. একটা ঘরে একটাই থাম, বলো দেখি তার কী নাম?
4. কালিদাস পন্ডিতের ফাঁকি, আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে আর কত থাকে বাকী?
5. বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে, ছোলা হয়ে ভাসে।
bangla dhadha ad - 1
6. একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেল, ঘড়িটির কটা বাজবে বলো।
7. কান নাই মাথা নাই, পেট ভরে খায়, কাম নাই কাজ নাই, মাথা নিয়ে ঘুমায়।
8. হাঁড়ির ভিতর, বালির ভিতর হাজার ছেলে নাচে, একটু পরই হয় সে খাবার তপ্ত চুলার আঁচে।
9. ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে?
10. আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন, আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে।
bangla dhadha ad - 2
11. হাসিতে হাসিতে যায় নারী, পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি, ভিতরে গেলে হাসে।
12. ৩ অক্ষরের নাম তার, পেট ভরে পানি খায়, মাঝের অক্ষর বাদ দিলে, আলোয় ভরে যায়।
13. কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাঁকলে সেই ফল গড়াগড়ি যায়।
14. জল ছাড়া নদী, পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায়?
15. যদি থাকে বুদ্ধি বলো দেখি, কোন সুখে সুখ নেই?
bangla dhadha ad - 3
16. কোন বরকে সবাই চায়?
17. শহর থেকে এল সাহেব কোর্ট প্যান্ট পরে, কোর্ট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।
18. ছোটো বেলায় বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ।
19. LLAC দিয়ে কারো সাথে কিভাবে যোগাযোগ করবেন?
20. আমি কাঁদাই, আমি হাসাই, নই আমি প্রাণি, আমায় দেখে সবাই ক্ষণিক ভোলে ব্যাথার বানী।
bangla dhadha ad - 1
21. আন্ধার ঘরে থাকি আমি নড়াচড়া করি, একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি।
22. এতো বড় আঙিনা ঝাড় দিয়েও কুলোয় না। কত ফুল ফুটে আছে নাই তার তুলনা!
23. চার পায়ে বসি মোরা, আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই আস্ত কাঁধে ঝুলি।
24. ডানা আছে, লেজ আছে তবুও আকাশে উড়তে পারে না।
25. তিন অক্ষরে নাম তার, সর্ব অঙ্গে কালো, মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে ভাল।
bangla dhadha ad - 2
26. আশ্চর্য এক কথা শুনলে হাসি পায়, নিজে দেখতে পায় না কিন্তু অপরকে দেখায়।
27. তিন অক্ষরের নাম তার সবাই খায়, প্রথম অক্ষর ছেড়ে দিলে মেয়েদের হাতে যায়।
28. বৃদ্ধ হলে ছোট হয়, ছোট হলে বড় হয়।
29. চোখ আছে, কান নাই, হাত আছে, প্রাণ নাই।
30. এক বাড়িতে চার ভাই, তাদের গায়ে একই সাজ, কারো মুখে কেশ নাই, দিন শেষে বাড়ায় রাজ।