২০ Bengali Dhadha | 20 Riddle in Bengali

Bengali Dhadha আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা Bengali Dhadha আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব – Bengali Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি Bengali dhadha with answers.

খাবার সময় ধাঁধা

16. Dhadha
 লোকেরা খাবার সময় আমাকে কেনে, কিন্তু তারা আমাকে খায় না। বোলো আমি কি?
    • ‘একটি থালা’

যত টানবে, তত বাড়ব ধাঁধা

17. Dhadha
যত টানবে, তত বাড়ব। তোমার বুকের সঙ্গে লেগে থাকব। আবার বিপদে তোমার প্রাণও বাঁচাব। কে আমি বলুন দেখি?
    • সিট বেল্ট!

একলা তাকে যায় না ধাঁধা

20. Dhadha
একলা তাকে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, আঁধার দেখলে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে।
    • ছায়া

সাজালে সাজে ধাঁধা

22. Dhadha
সাজালে সাজে বাজালে বাজে, আবার লাগে রান্নারও কাজে। কী সেই জিনিস?
    • হাঁড়ি

হাসাই আমি কাঁদাই ধাঁধা

25. Dhadha
আমি হাসাই আমি কাঁদাই, নই আমি প্রাণী, আমায় দেখে সবাই ক্ষণিক, ভোলে ভোলে ব্যথার বাণী। বলুন তো কী?
    • সিনেমা

হাসতে হাসতে যায় ধাঁধা

26. Dhadha
হাসতে হাসতে যায় নারী, পর পুরুষের কাছে, ঢোকার সময় কান্নাকাটি, ভিতরে গেলে হাসে। 
    • মহিলাদের হাতের চুড়ি