২০ টি বাংলা ধাঁধা | 20 Bangla dhadha | 20 Riddles in Bengali | MindYourLogic Dhadha
২০ টি বাংলা ধাঁধা | 20 Bangla dhadha | 20 Riddles in Bengali
| MindYourLogic Dhadha Bangla Dhadha আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব - Bangla Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ – 20 Bangla Dhadha with Answer।
তোমরা সব তৈরী তো ?
১. দুই হাত আছে তার/ আরো আছে মুখ/ পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ। বলো তো জিনিসটা কী?
উত্তর : ঘড়ি।
২. জিনিসটার এমন কী গুণ/ টাকা করে দেয় দ্বিগুণ?
উত্তর : আয়নার সামনে টাকা ধরুন।
৩. মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ/ বল তো জিনিসটার কী নাম?
উত্তর : দস্তানা।
৪. ব্যবহারের আগে ভাঙতে হবে/ জিনিসটার উত্তর কে ক’বে?
উত্তর : ডিম।
৫. ঘাড় আছে, মাথা নেই/ ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই? বলো তো কী?
উত্তর : বোতল।
৬. তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে/ উত্তরটা বলো দেখি/ চেষ্টা করে নিজে?
উত্তর : টাওয়েল বা গামছা।
৭. বেড়ে যদি যায় একবার/ কোনোভাবেই কমে না আর?
উত্তর : মানুষের বয়স।
৮. জিনিসটা একেবারেই তোমার/ অথচ ব্যবহার করে অন্যে, বারবার?
উত্তর : তোমার নাম।
৯. সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে/ চেষ্টা করে বলো দেখি, উত্তর কে পারে?
উত্তর : তোমার ছায়া।
১০. হাজার বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস/ আমাদের মাথার ওপরই জিনিসটার বাস?
উত্তর : চাঁদ।
১১. তিন অক্ষরের এমন দেশ, পেট কাটিলে খাইতে বেশ। জানেন কী?
উত্তরঃ আসাম
১২. শৈশবে কালো সে, যৌবনে লাল, বৃদ্ধকালে সাদা রং, কার এমন হাল?
উত্তরঃ কয়লা
১৩. এক পরিবারে বাবা-মা ও ৭ ছেলে থাকে। প্রত্যেক ছেলের একটি করে বোন আছে। পরিবারের মোট সদস্য সংখ্যা কত?
উত্তরঃপরিবারে মোট সদস্য ১০
১৪. হাসতে হাসতে যায় নারী, পর পুরুষের কাছে, ঢোকার সময় কান্নাকাটি, ভিতরে গেলে হাসে।
উত্তরঃমহিলাদের হাতের চুড়ি
১৫. আমি হাসাই আমি কাঁদাই, নই আমি প্রাণী, আমায় দেখে সবাই ক্ষণিক, ভোলে ভোলে ব্যথার বাণী। বলুন তো কী?
উত্তরঃ সিনেমা
১৬. কোন জিনিসের Head আছে Tail-ও আছে, কিন্তু Body নেই?
উত্তরঃ কয়েন
১৭. যদি বেড়ে যায় একবার, কোনওভাবেই নয় তো কমার। বলতে পারবেন কী?
উত্তরঃ বয়স
১৮. সাজালে সাজে বাজালে বাজে, আবার লাগে রান্নারও কাজে। কী সেই জিনিস?
উত্তরঃ হাঁড়ি
১৯. কোন সে শহর যাকে খুলতে মানা, নাম কি তোমার আছে জানা?
উত্তরঃ খুলনা
২০. একলা তাকে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, আঁধার দেখলে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে।
উত্তরঃ ছায়া
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel