20 Hard Bangla Dhadha | Bangla dhadha with Answer | 20 Riddles in Bengali
ধাঁধা (Riddles in Bengali) আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে ধাঁধা আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব। তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ।
তোমরা সব তৈরী তো ?
১. পাখি নই তবুও আছে , লেজ মাথা পাখা। উরে উরে যাই তবু যেথা ইচ্ছা সেথা।
উত্তর :- উড়োজাহাজ
২. আকাশে বাতাসে আছি , পৃথিবীতে নাই, চাঁদ আর তারাই আছি, সূর্য তে নাই।
উত্তর :- আকার
৩. আমার মধ্যে আছো তুমি, তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি, বাবার মধ্যে নাই
উত্তর :- আ
৪. আমি থাকি খলে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণের পরে।
উত্তর :- মাছ আর লঙ্কা
৫. কোন জিনিস গাছে সবুজ দোকানে কাল বাড়িতে আনলে লাল?
উত্তর:- চা
৬. পৃথিবীর মতো গোল, কিন্তু পৃথিবী নয়,পাতার মতো সবুজ,কিন্তু
পাতা নয় রক্তের মতো লাল,কিন্তু রক্ত নয় বল , দেখি উত্তরটা কি?
উত্তর : তরমুজ
৭. ঢাকায় আছে টাকায় আছে , বাংলাদেশে নাই,কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই
উত্তর : ক
৮. একলা তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে, আঁধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে!
উত্তর: ছায়া
৯. সকালে জন্মলাভ বিকেলে মরন তার অভাবে সর্বজীবের বিফর জীবন!
উত্তর: সূর্য
১০. তিন অক্ষর নামটি তার আছে সবার ঘরে প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে,
মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।
উত্তর: বিছানা
১১. কোন পোকার খাবার মানুষ চুরি করে খায়?
উত্তর: মৌমাছির
১২. কোন গাছের নামে শীতের পোশাক আছে?
উত্তর: সাল
১৩. ফলের উপর পাতা মুধুট শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খায় লোক!
উত্তর : আনারস
১৪. ছেলেদের আছে মেয়েদের আছে ছেলেরা লুকিয়ে বেড়ায় মেয়েরা দেখিয়ে বেড়ায়!
উত্তর: পারস ব্যাগ
১৫. লেজ মাথা পাখা আছে পাখি তবু নয়, ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায়!
উত্তর : প্লেন/বিমান
১৬. গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, এমন কে আছে যে দুধ-ডিম একসাথে দেয়!
উত্তর: দোকানদার
১৭. সবাই রাতে দেয়, কেউ সময় পেলে দিনেও দেয়, টানা এক ঘন্টা আবার দূ ঘন্টাও
ও দেয় কেউ কেউ সারারাত দেয়, কেউ আবার সকালেও দেয়! দেওয়ার সময় পুরো গরম হইয়া যায়!
উত্তর: ফোন চার্জ
১৮. বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, জলের মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে।
১৯. আমি যাকে মামা বলি বাবাও বলে তাই, ছেলে ও তাকে মামা বলে, মা ও বলে তাই, কাকে সবাই মামা বলে!
উত্তর : চাঁদ
২০. ধরো আমার নাম আমি , আর তোমার নাম তুমি তাহলে পাগল টা কে আমি না তুমি?
উত্তর : তুমি
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel