২০ টি বাংলা ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে ধাঁধা আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব। তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ।
তোমরা সব তৈরী তো ?
১. কোন হাঁস ডিম পারে না?
উওর: ইতিহাস।
২. কোন জিনিসটি সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার?
৩. চারি দিকে কাঁটা বেত মাথায় মুকুট খান সাহেব। এটি কি ?
৪. সুখাদ্য মোটেও না তবু লোকে খায় হুমড়ি খেয়ে অসর্তকে পড়ি এ ধরায় বৃদ্ধরা খায় যদি, করে হায় হায় যুবকে খেলে পরে লাজে মরে যায়।
৫. ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসল খেতে ঘাড় নেড়ে নেড়ে।
৬. কোন দেশ বাজে কোন দেশ বলো দেখি তেল ঘিতে ভাজে।
৭. চৌদ্দ পুরুষ ডাকছে ‘মামা’ আমিও তাই ডাকি সকলেরই মামা তিনি নাম তার কি জানি?
৮. কোন ফলের বীজ নাই বল দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাঁদা।
৯. জলের জন্তু নয় তবুও জলেই বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে।
১০. তিন অক্ষরে নাম যার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে সর্ব লোকে খায়। পেট তার কেটে দিলে মধুর গান গায় শেষ অক্ষর বাদ দিলে খুব কামরায়
১১. কোন হাঁস ডিম পারে না?
১২. কোন জিনিসটি সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার?
১৩. দু’অক্ষরে নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।
১৪. দু’অক্ষরে নাম লজ্জা নিবারণী প্রথম অক্ষর বাদ দিলে হয় আমার জননী শেষের অক্ষর বাদ দিলে ভাশুর ঘরণী।
১৫. প্রাণ নেই বন্ধু নয়, চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে।
১৬. তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে।
১৭. দুই অক্ষরের নাম যার সব যায়গায় রায় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়।
১৮. তিন অক্ষরে নাম তার মেয়েরা গায়ে মাখে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফলে থাকে। শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথ থাকে।
১৯. কাঠের গায় মাটির বাচ্চা দুধ দে আচ্ছা আচ্ছা। কি জিনিস?
উত্তর : খেজুর গাছে মাটির কলসি টাঙানো (খেজুর গাছ হলো কাঠের গায় র হাঁড়ি হলো মাটির বাচ্চা এবং খেজুর রস হলো দুধ )
২০. বলতে পার কোন সে দেশ সূর্য উঠে না কোন সে দেশে জলও নাই মানুষ থাকে না।
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel