বাংলা ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -Hard Bangla Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি কঠিন বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ – 20 Hard Bangla Dhadha with Answer। তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি বাংলা ধাঁধা – 20 Riddles in Bengali.
তোমরা সব তৈরী তো ?
১. মানুষ রাতে কেন বিছানায় যায়?
উত্তরঃ কারন রাতে বিছানা তার কাছে আসে না।
২. সর্প বটে তার চারটি পা ডিম দেয় না, বাচ্চা দেয়?
৩. জনম গেল দুখে বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে।
৪. কাল আমাকে মেরে ছিলে সয়ে ছিলাম আমি আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি।
৫. আমার মা যখন যায় তোমার মার পাশে দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।
৬. দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে।
৭. কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে, বুঝে শুনে তার পরেতে দিস।
৮. চার পায়ে বসে, আট পায়ে চলে রাক্ষস নয়, খোক্ষস নয় আস্ত মানুষ গিলে।
৯. যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে।
১০. ঢাক গুড় গুড়, ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে বলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে।
১১. হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
১২. সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ।
১৩. এই দেখি এই নাই তার আগে আগুন নাই।
১৪. চক থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।
১৫. তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।
১৬. তেল চুকচুক পাতা ফলের ওপর কাঁটা পাকলে হয় মধুর মতো বিচি গোটা গোটা।
১৭. তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।
১৮. কাঁচা খাও, পাকা খাও খাইতে রড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনাসৃষ্টি।
১৯. উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা।
২০. জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ।
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel