20 টি বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর - 20 Bengali Riddles Questions and Answers
"বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর " - এটি একটি মজার খেলা, যেখানে বুদ্ধিমত্তা এবং মস্তিষ্কের সমন্বয়ে নিজেকে প্রতিষ্ঠাপন করা হয়। এই ধাঁধা খেলাটি বাংলা সাহিত্যে ব্যাপক প্রচলনে ছিল, এবং এখনও এটি অনেকের মধ্যে পছন্দে খেলা বলে মনে করা হয় । এই ব্লগপোস্টে, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 20 টি বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর, যা আপনার বুদ্ধিমত্তা পরিচয় দেবে এবং আপনার ভালো সময় কাটাতে করতে সাহায্য করতে পারে। চলুন শুরু করা যাক এই অসাধারণ বাংলা ধাঁধা প্রশ্নের আদ্ভুত জগতে!
তোমরা সব তৈরী তো ?
১. কম দিলে যায় না খাওয়া
বেশি দিলে বিষ
মা বলেছে, বুঝে শুনে
তার পরেতে দিস।
২. চার পায়ে বসে, আট পায়ে চলে
রাক্ষস নয়, খোক্ষস নয়
আস্ত মানুষ গিলে।
৩. যে মুখে খায়, সেই মুখে হাগে
এই প্রাণি নিত্য রাত জাগে।_
৪. সাগর থেকে জন্ম নিয়ে
আকাশে করে বাস
মায়ের কোলে ফিরে যেতে
জীবন হয় লাশ।
৫. উত্তরে চিলের বাসা
কোন গাছের ফল কাঁচা।
৬. কোন ফলের ফুল
ফোটে কি ফোটে না,
সকালে-বিকালে কেউ তো দেখে না।’
৭. আমাকে না পেলে
সবাই করে হায় হায়,
ইচ্ছামতো আসি যদি
দেয় আমাকে বিদায়।’
৮. একটু খানি গাছে
রাঙ্গা বউটি নাচে।
৯. এক না জামিরের গাছ
টোকা দিলে পরে রস।
১০. এক গাছে তিন তরকারী
দাঁড়িয়ে আছে লালরিহারী।
১১. আল্লাহর কি কুদরত
লাঠির মাঝে শরবত।
১২. আমি তুমি একজন দেখিতে এক রুপ,
আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।
১৩. কালিদাস পন্ডিতের ফাঁকি,
আড়াইশ থেকে পাঁচ পঞ্চাশ গেলে
আর কত থাকে বাকী।
১৪. চার পায়ে বসি, আট পায়ে চলি
বাঘ নয়, ভালুক নয়, আস্ত মানুষ গিলি।
১৫. এ পাড় মালসা, ও পাড় মালসা
মধ্যখানে লাল তামসা।
১৬. জমিন থেকে বেরুল টিয়ে
লাল টুপি মাথায় দিয়ে।
১৭. পাতাটি ঢোলা, ফলটি কুঁজো
হয় তাতে দেবতার পূজো।
১৮. হাত নাই, পা নাই, এ কেমন রসিক নাগর
আনায়েসে পার হয় নদী কিংবা সাগর।
১৯. রাজা-মন্ত্র্রি-সৈন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায় জীবন তো দূরের কথা, ঢাল-তলোয়ার ছাড়াই কুপকাত।
২০. মানুষ নয় প্রাণীও নয় পিছে পিছে ঘোরে লাথি দিলে সেও যে লাথি দেয় জোড়ে।
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel