20 Bengali Riddles - Strengthen Your Brain with Hard Bangla Dhadha!


Hard Bengali Riddles আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -Hard Bangla Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি কঠিন বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ – 20 Hard Bengali Riddles with Answer। তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি বাংলা ধাঁধা – 20 Riddles in Bengali.
তোমরা সব তৈরী তো ?

১. এই পাড়ে খাগড়া ওই পাড়ে খাগড়া কখনও মিলেমিশে কখনও বা ঝগড়া

উত্তরঃ চোখের পাতা।

 

২. আট পা আঠারো হাঁটু জাল ফেলিয়া মরা ঠেঁটু শুকনায় ফেলিয়া জাল গাছে উঠিয়া নিল ফাল

উত্তরঃ মাকড়শা।

 

৩. বিনা দুধে হইছে দই এমন কুমার পাব কই।

উত্তরঃ চুন। 

 

৪. লাঠির মত গাছে সোনার ফল নাচে।

উত্তরঃ ভুট্টা গাছ।

 

৫. একই মায়ের সন্তান মোরা আমি তাকে ভাই বলি সে আমায় বলে না ভাই বলুনতো কি সম্পর্ক তাই।

উত্তরঃ ভাইবোন।

 

৬. উঠান ঠন ঠন, বাড়িতে নাই খাই বস্তুর বাকল নাই।

উত্তরঃ লবণ।

 

৭. এ পাড়ে বুড়ি মরল ও পারে গন্ধ ছাড়ল।

উত্তরঃ কাঁঠাল।

 

৮. ঝাপাট জঙ্গল খেকে বের হলো সাপ ডিম পাড়ে কাপ কাপ।

উত্তরঃ বেতফুল।

 

৯. থাল ঝনঝন, থাল ঝনঝন থাল নিল চোরে, বৃন্দাবনে লাগলো আগুন কে নিভাইতে পারে।

উত্তরঃ রোদ।

 

১০. বৃক্ষ এক হইছে যে মাঠের উপর ডালে ডালে পুষ্প তার, ফুটিছে বিস্তর যৌবনকালেতে তারে সর্বলোকে খায়, হেমন্তে জন্ম তার, বসন্তে মরে যায়।

উত্তরঃ সরিষা ফুল।

 

১১. এই দেখলাম এই নাই কী বলব সবই রাজার ঠাঁয়।

উত্তরঃ বিদ্যুৎ।

 

১২. উপর থেকে পরলো বুড়ি হাত-পা তার আঠার কুঁড়ি।

উত্তরঃ কেল্লা। 

 

 

১৩. দুই অক্ষরে নাম যায় সবদেশেতে রয় সর্বদেশেই তার সুনাম দুর্নাম স্বাক্ষ্য হয়ে রয়।

উত্তরঃ নদী।

 

১৪. এক না জামিরের গাছ টোকা দিলে পরে রস।

উত্তরঃ চোখ।

 

১৫. এমন একটি ফুল যে হয় উল্টা-পাল্টা যা-ই করি একই নাম হয়।

উত্তরঃ লিলি ফুল।

 

১৬. একটু খানি গাছে রাঙ্গা বউটি নাচে।

উত্তরঃ পাকা মরিচ।

 

১৭. জমিন থেকে বেরুল টিয়ে লাল টুপি মাথায় দিয়ে।

উত্তরঃ পেঁয়াজ। 

 

১৮. রোহি রোহিত দর্প গভীর পুস্করে। একাঙ্গুল জলে পুঁটি ছটফট করে।

উত্তরঃ ভাত। 

 

১৯. শৈশবে নিল না ঘরে নিল বৃদ্ধকালে কাহিল করিল মোরে ভেঙে, পায়ে দ’লে। পিটাইয়া তুলি দিল মোর যত চাম; অবশেষে দিল মোরে শ্রেষ্ঠ সম্মান।

উত্তরঃ ধান। 

 

২০. ছোট্ট পুকুর দুটি, কালো জলে ভরা মাঝে তাহার কাটে সাঁতার কালো মানিক জোড়া ফেলল পাথর পুকুরেতে বহে জলের ধারা।

উত্তরঃ চোখ।

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel


bangla dhadha

20-bangla-riddles-and-dhadha-question-answer
Anshul Khandelwal 2023-07-10

"বাংলা ধাঁধা" - 20 Bangla dhadha with Answer | 20 Riddles in Bengali 

Here are ২০ টি বাংলা ধাঁধা to test your IQ. Can you solved this 20 Riddles in Bengali, its Bangla D...

bangla-dhadha-can-you-solve-this-20-riddles-in-bengali
Anshul Khandelwal 2023-07-11

২০ টি বাংলা ধাঁধা | Bangla dhadha - Can you solve this 20 Riddles in Bengali ?

Here are the latest "20 টি বাংলা ধাঁধা" (20 Bengali riddles) for you. Let's take on the challenge an...

20-easy-riddles-in-bengali
Anshul Khandelwal 2023-07-12

20 Easy Riddles in Bengali to Test Your IQ - Bangla Dhadha with Answer "বাংলা ধাঁ

Here are 20 easy Riddles in Bengali to test your IQ. Can you solved this 20 Bangla dhadhai, its Bang...

20-hard-bangla-dhadha
Anshul Khandelwal 2023-07-13

20 Hard Bangla Dhadha | Bangla dhadha with Answer | 20 Riddles in Bengali

Can you solve these 20 Bengali riddles? Exercise your brain with mind-boggling challenges in the Ben...

20-hard-riddles-in-bengali-with-exciting-bengali-riddles-with-answers
Anshul Khandelwal 2023-07-17

"বাংলা ধাঁধা" : 20 Hard Riddles in Bengali with Exciting Bengali Riddles with Answers

Solve 20 hard Riddles in Bengali in our "বাংলা ধাঁধা" collection. " Ready for a brain-bending challe...