20 Brain teasers Bengali | MindYourLogic Dhadha
২০ টি চিন্তার ধাঁধা || 20 Brain teasers Bengali
চিন্তার ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে চিন্তার বাংলা ধাঁধা - Brain teasers Bengali in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -চিন্তার ধাঁধা to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি চিন্তার ধাঁধা প্রশ্ন উত্তর সহ – 20 Brain teasers with Answer। তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি চিন্তার ধাঁধা – 20 Brain teasers Bengali.
তোমরা সব তৈরী তো ?
১. হাত আছে পা নেই,
বুক তার ফাটা।
মানুষ গিলে খায়,
নাই তার মাথা।
উওর: শার্ট
২. হাত দিয়ে সাজিয়ে
কাছে দেই থালায়,
বরযাত্রী বুড়াবুড়ি
মজা করে খায়।
উওর: পান
৩. ‘কাটলে বেড়ে যাবে, সব শেষে জল পাবে।’
উত্তর: পুকুর
৪. ‘কায়স্ত অস্ত্র ছাড়া,
পাঁঠা ছাড়ল পা।
লবঙ্গে বঙ্গ ছাড়া,
এনে দেব তা।’
উত্তর : কাঁঠাল
৫. ‘কালো মুখো পুত যার
বুকে আঘাত করে,
কিন্তু মার অভিশাপে
জ্বলে-পুড়ে মরে।’
উত্তর : দিয়াশলাই
৬. ‘আড়াই শত থেকে পাঁচ পঞ্চাশ গেলে,
কালিদাসের ধাঁধায় আর কত পেলে?’
উত্তরঃ শুন্য
৭. ‘কলকাতাতে লাগল আগুন,
তালুক গেল পুড়ে।
কাঠঘানিতে ধোঁয়া বেরুল,
নারিকেল ভাঙা কুঁড়ো।
উত্তরঃ হুক্কা
৮. আকাশ থেকে পড়ল ফল,
ফলের মধ্যে
শুধুই পানি।
উত্তর: শিলা
৯. আকাশে উড়ি আমি,
পাখির আকারে।
মাছ ধরে যাই আমি
দৈত্যের রূপ ধরে।
উত্তর: বক পাখি
১০. ‘এতো বড় আঙিনা,
ঝাড় দিয়েও কুলায় না।
কতো ফুল ফুটে আছে,
নাই তার তুলনা।’
উত্তর : আকাশ ও তারা
১১. ‘এখান থেকে ফেললাম ছুরি,
বাঁশ কাটলাম আড়াই কুঁড়ি।
বাঁশের মধ্যে গোটা গোটা,
আমার বাড়ি চল্লিশ কোটা।
কোঠার উপর কোট জমি,
তার মধ্যে আছে এক রাণী।’
উত্তর: মৌমাছি।
১২. ‘এখান থেকে ফেললাম দড়ি,
দড়ি গেল বামন বাড়ি।
বামন বলে ধর ধর!
দড়ি বলে দেখ দেখ
মানুষ হাঁটে আমার উপর।’
উত্তর: রাস্তা।
১৩. ‘করিমের আব্বার তিন ছেলে-
ছোটটির নাম রহিম,
মেজোটির নাম ফাহিম,
তার বড় ছেলের নাম কী?’
উত্তর : করিম
১৪. ‘কাটলে সকল বস্তু
ছোট হয়ে যায়,
এমন কি আছে
যা কাটলে বড় হয়।’
উত্তর : পুকুর
১৫. ‘কারিগরিতে শ্রেষ্ঠ তিন বর্ণের
দেশের নাম বলো-
প্রথম বর্ণ বাদ দিয়ে
রোজ খেলে দাঁত হয় কালো।’
উত্তর : জাপান
১৬. ‘উল্টে যদি দাও মোরে
হয়ে যাব লতা,
কে আমি ভেবেচিন্তে
বলে ফেলো তা।’
উত্তর: তাল
১৭. ‘আগা ঝন ঝন
গোড়া মোটা,
যে না পারিবে
সে যে বোকা।
উত্তর: ঝাড়ু
১৮. ‘কলের মধ্যে দিলে পা, ভাগ্যের লিখন হবে তা।’
উত্তর: কপাল।
১৯. ‘কদমের ভাই সজন রায়,
একশ’ আটটা জামা গায়।
তবু তার সাধ মেটে না,
আরও সে জামা চায়।’
উত্তর: কলাগাছ
২০. ‘কোন গাছে হয় না ফুল, তবু আছে গন্ধ।’
উত্তর: চন্দন
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel