20 Brain teasers Bengali | MindYourLogic Dhadha


২০ টি চিন্তার ধাঁধা || 20 Brain teasers Bengali

চিন্তার ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে চিন্তার বাংলা ধাঁধা - Brain teasers Bengali in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -চিন্তার ধাঁধা to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি চিন্তার ধাঁধা  প্রশ্ন উত্তর সহ – 20 Brain teasers with Answer। তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি চিন্তার ধাঁধা – 20 Brain teasers Bengali.

 

তোমরা সব তৈরী তো ?

 

. হাত আছে পা নেই, 

বুক তার ফাটা। 

মানুষ গিলে খায়,

নাই তার মাথা।

উওর: শার্ট

 

. হাত দিয়ে সাজিয়ে

 কাছে দেই থালায়,

 বরযাত্রী বুড়াবুড়ি

 মজা করে খায়। 

উওর: পান

 

. ‘কাটলে বেড়ে যাবে, সব শেষে জল পাবে।

উত্তর: পুকুর

  

. ‘কায়স্ত অস্ত্র ছাড়া,

 পাঁঠা ছাড়ল পা।

 লবঙ্গে বঙ্গ ছাড়া,

এনে দেব তা।

উত্তর : কাঁঠাল

 

. ‘কালো মুখো পুত যার 

বুকে আঘাত করে,

কিন্তু মার অভিশাপে

জ্বলে-পুড়ে মরে।

উত্তর : দিয়াশলাই

 

 

. ‘আড়াই শত থেকে পাঁচ পঞ্চাশ গেলে,

কালিদাসের ধাঁধায় আর কত পেলে?’

উত্তরঃ শুন্য

 

. ‘কলকাতাতে লাগল আগুন,

তালুক গেল পুড়ে।

কাঠঘানিতে ধোঁয়া বেরুল,

নারিকেল ভাঙা কুঁড়ো।

উত্তরঃ হুক্কা

 

. আকাশ থেকে পড়ল ফল, 

ফলের মধ্যে 

শুধুই পানি। 

উত্তর: শিলা

 

. আকাশে উড়ি আমি, 

পাখির আকারে। 

মাছ ধরে যাই আমি

 দৈত্যের রূপ ধরে। 

উত্তর: বক পাখি

 

১০. ‘এতো বড় আঙিনা,

ঝাড় দিয়েও কুলায় না।

কতো ফুল ফুটে আছে,

নাই তার তুলনা।

উত্তর : আকাশ তারা

 

 

১১. ‘এখান থেকে ফেললাম ছুরি, 

বাঁশ কাটলাম আড়াই কুঁড়ি। 

বাঁশের মধ্যে গোটা গোটা, 

আমার বাড়ি চল্লিশ কোটা।

কোঠার উপর কোট জমি,

তার মধ্যে আছে এক রাণী।

উত্তর: মৌমাছি।

 

১২. ‘এখান থেকে ফেললাম দড়ি, 

দড়ি গেল বামন বাড়ি। 

বামন বলে ধর ধর! 

দড়ি বলে দেখ দেখ 

মানুষ হাঁটে আমার উপর। 

উত্তর: রাস্তা।

 

১৩. ‘করিমের আব্বার তিন ছেলে-

 ছোটটির নাম রহিম,

 মেজোটির নাম ফাহিম,

 তার বড় ছেলের নাম কী?’

উত্তর : করিম

 

১৪. ‘কাটলে সকল বস্তু 

ছোট হয়ে যায়, 

এমন কি আছে

যা কাটলে বড় হয়।

উত্তর : পুকুর

 

১৫. ‘কারিগরিতে শ্রেষ্ঠ তিন বর্ণের 

দেশের নাম বলো- 

প্রথম বর্ণ বাদ দিয়ে 

রোজ খেলে দাঁত হয় কালো। 

উত্তর : জাপান

 

 

১৬. ‘উল্টে যদি দাও মোরে 

হয়ে যাব লতা, 

কে আমি ভেবেচিন্তে

বলে ফেলো তা। 

উত্তর: তাল

 

১৭. ‘আগা ঝন ঝন 

গোড়া মোটা, 

যে না পারিবে 

সে যে বোকা।

উত্তর: ঝাড়ু

                                                                 

১৮. ‘কলের মধ্যে দিলে পা, ভাগ্যের লিখন হবে তা। 

উত্তর: কপাল।

 

১৯. ‘কদমের ভাই সজন রায়, 

একশআটটা জামা গায়। 

তবু তার সাধ মেটে না, 

আরও সে জামা চায়। 

উত্তর: কলাগাছ

 

২০. ‘কোন গাছে হয় না ফুল, তবু আছে গন্ধ। 

উত্তর: চন্দন

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel

 


bangla dhadha

20-bangla-riddles-and-dhadha-question-answer
Anshul Khandelwal 2023-07-10

"বাংলা ধাঁধা" - 20 Bangla dhadha with Answer | 20 Riddles in Bengali 

Here are ২০ টি বাংলা ধাঁধা to test your IQ. Can you solved this 20 Riddles in Bengali, its Bangla D...

bangla-dhadha-can-you-solve-this-20-riddles-in-bengali
Anshul Khandelwal 2023-07-11

২০ টি বাংলা ধাঁধা | Bangla dhadha - Can you solve this 20 Riddles in Bengali ?

Here are the latest "20 টি বাংলা ধাঁধা" (20 Bengali riddles) for you. Let's take on the challenge an...

20-easy-riddles-in-bengali
Anshul Khandelwal 2023-07-12

20 Easy Riddles in Bengali to Test Your IQ - Bangla Dhadha with Answer "বাংলা ধাঁ

Here are 20 easy Riddles in Bengali to test your IQ. Can you solved this 20 Bangla dhadhai, its Bang...

20-hard-bangla-dhadha
Anshul Khandelwal 2023-07-13

20 Hard Bangla Dhadha | Bangla dhadha with Answer | 20 Riddles in Bengali

Can you solve these 20 Bengali riddles? Exercise your brain with mind-boggling challenges in the Ben...

20-hard-riddles-in-bengali-with-exciting-bengali-riddles-with-answers
Anshul Khandelwal 2023-07-17

"বাংলা ধাঁধা" : 20 Hard Riddles in Bengali with Exciting Bengali Riddles with Answers

Solve 20 hard Riddles in Bengali in our "বাংলা ধাঁধা" collection. " Ready for a brain-bending challe...