20 brain teasers with answers || 20 Buddhir Bangla dhadha
২০ টি বুদ্ধির ধাঁধা উত্তর সহ || 20 Buddhir Bangla dhadha || 20 Mind Riddles in Bengali
Bangla Dhadha আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা - Brainteaser Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত বুদ্ধির ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব – Mind Riddles in bengali to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি বুদ্ধির বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ – আসুন দেখি এই 20 টি বাংলা ধাঁধার মধ্যে আপনি কয়টি বাংলা উত্তর সমাধান করতে পারেন? আপনি কি বাংলা ধাধা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত?
তোমরা সব তৈরী তো ?
১. এক দাঁড়া, বারো পা
বলো কার আছে
বাস করে জলে আর
ডিম পাড়ে গাছে।
উত্তরঃ চিংড়ি।
২. কাঁটা ভরা অঙ্গ তার, সুদীর্ঘ আকার
প্রাণ আছে, শিরে কেশের সম্ভার
জিহবার আগে মধু, বিন্দু বিন্দু ঝরে
জুড়ায় রসনাখানি, পান করে তারে।
উত্তরঃ খেঁজুর গাছ।
৩. তিন অক্ষরের এমন দেশ
পেট কাটলে খাই যে বেশ।
উত্তরঃ আসাম।
৪. একটুখানি পুষ্পরিনী
টলমল করে,
একটুখানি কুটা পাড়লে
সর্বনাশ করে।
উত্তরঃ চোখ।
৫. জলে থাকে তবু মাছ নয়
মাছ বলে বাজারে বিক্রি হয়।
উত্তরঃ চিংড়িমাছ।
৬. এই পাড়ে খাগড়া
ওই পাড়ে খাগড়া
কখনও মিলেমিশে
কখনও বা ঝগড়া
উত্তরঃ চোখের পাতা।
৭. ঘর সে এমন নেই দুয়ার
মাটি চাপা ছাদের পর
নিঃশব্দে মানুষ বাস
যায়না আলো, নেই বাতাস।
উত্তরঃ কবর।
৮. একটুখানি ঘরে
চুনকাম করে।
উত্তরঃ ডিম।
৯. চলতে চলতে খসলো শির
মাথা কাটলে চললো ফির।
উত্তরঃ পেন্সিল।
১০. একই মায়ের সন্তান মোরা
আমি তাকে ভাই বলি
সে আমায় বলে না ভাই
বলুনতো কি সম্পর্ক তাই।
উত্তরঃ ভাইবোন।
১১. বর্ষাকালে তিন অক্ষরে
আয়েশ করে খায়
কাটলে মাথা সুন্দরীদের
হাতে উঠে যায়।
উত্তরঃ খিচুড়ি।
১২. বিনা দুধে হইছে দই
এমন কুমার পাব কই।
উত্তরঃ চুন।
১৩. এক চাকার এমন চক্কর
ভাঙলে ফুঁড়ে ছপ্পরা।
উত্তরঃ টাকা।
১৪. বৃক্ষ এক হইছে যে মাঠের উপর
ডালে ডালে পুষ্প তার, ফুটিছে বিস্তর
যৌবনকালেতে তারে সর্বলোকে খায়,
হেমন্তে জন্ম তার,
বসন্তে মরে যায়।
উত্তরঃ সরিষা ফুল।
১৫. সাজালে সাজে বাজালে বাজে
রান্নায়ও সে কাজের।
বলো কি সে?
উত্তরঃ মাটির হাঁড়ি।
১৬. বারো মাসের কচি মেয়ে
তেরো মাসে পড়ে
ডাইনে বাঁয়ে গন্ডা গন্ডা
ছেলে প্রসব করে।
উত্তরঃ কলা গাছ।
১৭. লাঠির মত গাছে
সোনার ফল নাচে।
উত্তরঃ ভুট্টা গাছ।
১৮. শীত কালে যার নেইকো মান
গ্রীষ্ম কালে পায় সু-সম্মান।
উত্তরঃ পাখা।
১৯. ভয়ঙ্কর পথিক সে
সকলে যে ডরায়
খানিক পরে কাঁদিয়া
সাগর সে ভাসায়।
উত্তরঃ বৃষ্টি।
২০. দু’অক্ষরে নাম তার বহু লোকে খায়
শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।
উত্তরঃ পান।
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel