Example GIF

20 Complex Riddles in Bengali | MindYourLogic Dhadha


জটিল ধাঁধা  আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে জটিল ধাঁধা -Complex  Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত জটিল ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -Jotil Bangla Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি জটিল ধাঁধা উত্তর সহ – 20 Complex Bangla Dhadha with Answer।

 

তোমরা সব তৈরী তো ?

 

১. ‘উড়লেও পাখি নয় বলো দেখি কারে কয়?

উত্তর: চামচিকা

 

২. এই দেখি এই নাই তার আগে আগুন নাই।

উত্তরঃ বিদ্যুৎ।

 

 ৩. চক থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।

উত্তরঃ পেঁয়াজ।

 

৪. তিন  অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।

উত্তরঃ তামাক।

 

৫. তেল চুকচুক পাতা ফলের ওপর কাঁটা পাকলে হয় মধুর মতো বিচি গোটা গোটা।

উত্তরঃ কাঁঠাল।

 

 

 ৬. তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।

উত্তরঃ কমলা।

 

৭. রোহি রোহিত দর্প গভীর পুস্করে। একাঙ্গুল জলে পুঁটি ছটফট করে।

উত্তরঃ ভাত।

 

৮. শৈশবে নিল না ঘরে নিল বৃদ্ধকালে কাহিল করিল মোরে ভেঙে, পায়ে দলে। পিটাইয়া তুলি দিল মোর যত চাম; অবশেষে দিল মোরে শ্রেষ্ঠ সম্মান।

উত্তরঃ ধান।

 

৯. ছোট্ট পুকুর দুটি, কালো জলে ভরা মাঝে তাহার কাটে সাঁতার কালো মানিক জোড়া ফেলল পাথর পুকুরেতে বহে জলের ধারা।

উত্তরঃ চোখ।

 

১০. বাচ্চা কে সে এমন মায়ের পেটে নেয়নি জন্ম বাপ দেখেনি কেমন খায় না কিছু, তেষ্টা ভীষণ জল শুধু খায় দুমন।

উত্তরঃ চৌবাচ্চা।

 

 

১১. বকবক করে বেশি, ভারী হলে খুব খুশি চুপচাপ পড়ে থাকে লোকে তাকে কাঁখে রাখে।

উত্তরঃ মাটির কলসী।

 

১২. আজব কথা শোনা যায় হাতে-মূখে-পায়ে খায় মাটির ভিতর মুখ- তার কাছেই জীয়ন মন্ত্র এবং মহাসুখ ।

উত্তরঃ গাছ।

 

১৩. হাজার গেলেও নেই দুখ একজনেই বাড়ায় সুখ।

উত্তরঃ চাঁদ।

 

১৪. চারপাশে লেপামোছা মধ্যিখানে আসন পাকা ওটার জন্যেই টিকে থাকা।

উত্তরঃ টিকি।

 

১৫. কোন জিনিস একবার খেলে আর খেতে চান না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়।

উত্তরঃ ধোকা।

 

 

 ১৬. কোন দুটি সংখ্যা একসাথে থাকলেই গন্ডগোল হয়ে যায়?

উত্তরঃ নয়-ছয়।

 

১৭. কি নামতে পারে, কিন্তু উঠতে পারে না?

উত্তরঃ বৃষ্টি।

 

১৮. কোন উল গান জানে?

উত্তরঃ বাউল।

 

১৯. কোন টিয়া ডকে না?

উত্তরঃ খাটিয়া।

 

২০.  কী সেটা, যা পালকের থেকেও হালকা কিন্তু বড়ো বড়ো পালোয়ানও যা বেশিক্ষণ ধরে রাখতে পারে না।

উত্তরঃ নিঃশ্বাস।

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel