২০ টি মজার ধাঁধা উত্তর সহ | 20 Funny Bangla Dhadha With Answers
মজার ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা – Funny bangla dhadha with answers আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব। তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাংলা মজার ধাঁধা উত্তর সহ – 20 Funny Bangla Dhadha with Answer। তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি মজার বাংলা ধাঁধা – 20 Funny Riddles in Bengali.
তোমরা সব তৈরী তো ?
১. পাখি নই তবুও আছে
লেজ মাথা পাখা।
উরে উরে যাই তবু
যেথা ইচ্ছা সেথা।
২. আকাশে বাতাসে আছি
পৃথিবীতে নাই
চাঁদ আর তারাই আছি
সূর্য তে নাই।
৩. আমার মধ্যে আছো তুমি
তোমার মধ্যে নাই
আমাদের মধ্যে আছো তুমি
বাবার মধ্যে নাই
৪. আমি থাকি খলে
তুমি থাকো ডালে
তোমার আমার দেখা হবে
মরণের পরে।
৫. কোন জিনিস গাছে সবুজ
দোকানে কাল
বাড়িতে আনলে লাল?
৬. পৃথিবীর মতো গোল,
কিন্তু পৃথিবী নয়,
পাতার মতো সবুজ,কিন্তু
পাতা নয় রক্তের মতো লাল,
কিন্তু রক্ত নয় বল
দেখি উত্তরটা কি?
৭. কি খেলে পেট ভরে না,
কিন্তু মন ভরে যায়!
৮. ঢাকায় আছে টাকায় আছে
বাংলাদেশে নাই,
কলকাতায় দুটো আছে
সারা বিশ্বে নাই
৯. একলা তাকে যায় না দেখা
সঙ্গী পেলে বাঁচে,
আঁধার দেখে ভয়ে পালায়
আলোয় ফিরে আসে!
১০. সকালে জন্মলাভ
বিকেলে মরন
তার অভাবে সর্বজীবের
বিফর জীবন!
১১. তিন অক্ষর নামটি তার আছে
সবার ঘরে প্রথম অক্ষর কেটে
দিলে খেতে ইচ্ছে করে,
মাঝের অক্ষর উড়ে গেলে বাজে
সুরে সুরে।
১২. কোন পোকার খাবার
মানুষ চুরি করে খায়?
১৩. কোন গাছের নামে
শীতের পোশাক আছে?
১৪. ফলের উপর পাতা মুধুট
শরীর ভরা চোখ
আনন্দেতে মিষ্টি সে ফল
নুন দিয়ে খায় লোক!
১৫ : জলের জন্তু নয়,
তবু জলে বাস করে।
হাত নেই পা নেই,
তবু সাঁতার কাটে!
১৬ : ছেলেদের আছে
মেয়েদের আছে
ছেলেরা লুকিয়ে বেড়ায়
মেয়েরা দেখিয়ে বেড়ায়!
১৭. লেজ মাথা পাখা আছে
পাখি তবু নয়, ডানা তার মেলে দিয়ে
উড়ে চলে যায়!
১৮. গরু দুধ দেয়,
মুরগি ডিম দেয়,
এমন কে আছে যে
দুধ-ডিম একসাথে দেয়!
১৯. সবাই রাতে দেয়,
কেউ সময় পেলে দিনেও দেয়,
টানা এক ঘন্টা আবার দূ ঘন্টাও
ও দেয় কেউ কেউ সারারাত দেয়,
কেউ আবার সকালেও দেয়!
দেওয়ার সময় পুরো গরম হইয়া যায়!
২০. বাঘের মতো লাফ দেয়,
কুকুর হয়ে বসে,
জলের মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে।
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel