মজার ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। বাংলা মজার ধাঁধা (Funny Bangla Dhadha with Answers) আমাদের স্মৃতিশক্তি ও চিন্তা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।
তো তোমাদের জন্য রইলো ২০ টি চমৎকার বাংলা ধাঁধা উত্তরসহ।
১. ধাঁধা
পাখি নই তবুও আছে লেজ মাথা পাখা। উড়ে উড়ে যাই তবু যেথা ইচ্ছা সেথা।
২. ধাঁধা
আকাশে বাতাসে আছি, পৃথিবীতে নাই; চাঁদ আর তারায় আছি, সূর্যে নাই।
৩. ধাঁধা
আমার মধ্যে আছো তুমি, তোমার মধ্যে নাই; আমাদের মধ্যে আছো তুমি, বাবার মধ্যে নাই।
৪. ধাঁধা
আমি থাকি খলে, তুমি থাকো ডালে; তোমার আমার দেখা হবে মরণের পরে।
৫. ধাঁধা
কোন জিনিস গাছে সবুজ, দোকানে কাল, বাড়িতে আনলে লাল?
৬. ধাঁধা
পৃথিবীর মতো গোল, কিন্তু পৃথিবী নয়; পাতার মতো সবুজ, কিন্তু পাতা নয়; রক্তের মতো লাল, কিন্তু রক্ত নয়?
৭. ধাঁধা
কি খেলে পেট ভরে না, কিন্তু মন ভরে যায়?
৮. ধাঁধা
ঢাকায় আছে, টাকায় আছে; বাংলাদেশে নাই; কলকাতায় দুটো আছে – সারা বিশ্বে নাই।
৯. ধাঁধা
একলা তাকে যায় না দেখা; সঙ্গী পেলে বাঁচে; আঁধার দেখে পালায়, আলোয় ফিরে আসে।
১০. ধাঁধা
সকালে জন্মলাভ, বিকেলে মৃত্যু; তার অভাবে জীবের নেই জীবন!