20 Hard Riddles with answers in Bengali | MindYourLogic Dhadha


২০ টি কঠিন ধাঁধা উত্তর সহ  || 20 Hard Riddles with answers in Bengali

Hard Bangla Dhadha আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -Hard Bangla Dhadha to Your brain exercise তাই তোমাদের জন্য রইলো ২০ টি কঠিন বাংলা ধাঁধা উত্তর সহ – 20 Hard Bangla Dhadha with Answer তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি কঠিন ধাঁধা – 20 Hard Riddles

 

তোমরা সব তৈরী তো ?

 

. ‘কাটলে বেড়ে যাবে, সব শেষে জল পাবে।

উত্তর: পুকুর

 

. ‘কাজ করি সুড় দিয়ে

নই আমি হাতি।

পরের উপকার করি

তবু খাই লাথি।

উত্তর: ঢেঁকি

 

. ‘কায়স্ত অস্ত্র ছাড়া,

পাঁঠা ছাড়ল পা।

লবঙ্গে বঙ্গ ছাড়া,

এনে দেব তা।

উত্তর: কাঁঠাল

 

. ‘কালো মুখো পুত যার

বুকে আঘাত করে,

কিন্তু মার অভিশাপে

জ্বলে-পুড়ে মরে।

উত্তর: দিয়াশলাই

 

.উড়তে পেখম বীর

ময়ূর সে নয়।

মানুষ খায় গরু খায়

বাঘ সে নয়।

উত্তর: মশা

 

 

. ‘আমি হাসাই আমি কাঁদাই

নই আমি প্রাণি,

দেখতে এসে মোরে সদাই

ক্ষণিক ভোলে ব্যথার বাণী।

- কি দেখে ব্যথা ভোলে?

উত্তর: মাতা

 

. ‘আমি যাকে মামা বলি

বাবাও বলে তাই,

ছেলেও তাকে মামা বলে

মাও বলে তাই।

- কাকে সবাই মামা বলে?

উত্তর: চাঁদ

 

. ‘আমি যারে আনতে গেলাম,

তাকে দেখে ফিরে এলাম।

সে যখন চলে গেলো,

তখন তারে নিয়ে এলাম।

উত্তর:  জল

 

) ‘কোন পাখির ডিম নাই,

বলো তো দেখি।

বলতে না পারলে

বুঝবো বুদ্ধি নাই ঘটে।

উত্তর: বাদুর

 

১০) ‘কোন টেবিলের পায়া থাকে না, ঝুলে থাকে, ছড়ায় না।

উত্তর: টাইম টেবিল

 

 

১১) ‘কোন বিদেশি ভাষা

নাম চার অক্ষরে,

দ্বিতীয় কেটে দেখ

জলে বাস করে।

উত্তর: ইংলিশ

 

১২) ‘কোন সে সরস ফল বলো দেখি ভাই,

ফেলি তার অর্ধভাগ, অর্ধাংশ খাই।

টক মিষ্টি স্বাদ তার চোখ অগণন,

দেশের সস্তা ফল নাম বল এখন।

উত্তর: আনারস

 

১৩) ‘গাছ নেই আছে পাতা, মুখ নেই বলে কথা।

উত্তর: বই

 

১৪) ‘গণিপতি নহে কিন্তু এক দন্তধর,

কটিতে বদন তার

দেহ লম্বোদর।

উত্তর: ঢেঁকি

 

১৫) ‘একটুখানি গাছে

তিল ঝুরঝুর করে।

একটুখানি টোকা দিলে

ঝরঝরিয়ে পড়ে।

উত্তর: শিশির

 

 

১৬) ‘কোট কাচারিতে বিচার শুনি,

জন্ম আমার বনে।

সবাই আমার পেটে বসে,

কষ্ট পাই না মনে।

উত্তর: চেয়ার

 

১৭) ‘কথা যদি বলি আমি,

তোমরা মনে রাখো।

কথার উল্টা পড়লে

তোমরা পাবে থাক।

উত্তর: কথা

 

১৮) ‘কোমর ধরে শুইয়ে দাও কাজ যা করার করে নাও।

উত্তর: শিলপাটা

 

১৯) ‘কোন শহরে খুলতে মানা, তোমার কী আছে জানা।

উত্তর: খুলনা

 

২০) ‘উপর থেকে পড়ল ছুরি, ছুরি বলে কেবল ঘুরি।

উত্তর: বাঁশপাতা

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel


bangla dhadha

20-bangla-riddles-and-dhadha-question-answer
Anshul Khandelwal 2023-07-10

"বাংলা ধাঁধা" - 20 Bangla dhadha with Answer | 20 Riddles in Bengali 

Here are ২০ টি বাংলা ধাঁধা to test your IQ. Can you solved this 20 Riddles in Bengali, its Bangla D...

bangla-dhadha-can-you-solve-this-20-riddles-in-bengali
Anshul Khandelwal 2023-07-11

২০ টি বাংলা ধাঁধা | Bangla dhadha - Can you solve this 20 Riddles in Bengali ?

Here are the latest "20 টি বাংলা ধাঁধা" (20 Bengali riddles) for you. Let's take on the challenge an...

20-easy-riddles-in-bengali
Anshul Khandelwal 2023-07-12

20 Easy Riddles in Bengali to Test Your IQ - Bangla Dhadha with Answer "বাংলা ধাঁ

Here are 20 easy Riddles in Bengali to test your IQ. Can you solved this 20 Bangla dhadhai, its Bang...

20-hard-bangla-dhadha
Anshul Khandelwal 2023-07-13

20 Hard Bangla Dhadha | Bangla dhadha with Answer | 20 Riddles in Bengali

Can you solve these 20 Bengali riddles? Exercise your brain with mind-boggling challenges in the Ben...

20-hard-riddles-in-bengali-with-exciting-bengali-riddles-with-answers
Anshul Khandelwal 2023-07-17

"বাংলা ধাঁধা" : 20 Hard Riddles in Bengali with Exciting Bengali Riddles with Answers

Solve 20 hard Riddles in Bengali in our "বাংলা ধাঁধা" collection. " Ready for a brain-bending challe...