২০ টি বাচ্চাদের ধাঁধা উত্তর সহ | MindYourLogic Dhadha
২০ টি বাচ্চাদের ধাঁধা উত্তর সহ || 20 Kids Riddles in Bengali with answers
Kids Bangla Dhadha বা বাচ্চাদের ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Kids Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত বাচ্চাদের ধাঁধা ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -Kids Riddles in Bengali to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাচ্চাদের ধাঁধা উত্তর সহ – 20 Kids Riddles in Bengali with answers.
তোমরা সব তৈরী তো ?
১. ‘এক ঘরে জন্ম হয়,
দুই সহোদর ভাই।
মানুষের শরীর মাঝে,
এর দেখা পাই।’
উত্তর: চোখ
২. ‘এক গাছে হয় তিন তরকারি, আজব কথা বলিহারি।’
উত্তর: কলাগাছ
৩. ‘আগা গোড়া বেশি নয়,
মাঝে বেশি জল।
গাছে গাছে ফলে থাকে,
সে কি দেশি ফল।’
উত্তর: কদম
৪. ‘একটুখানি গাছে
তিল ঝুরঝুর করে।
একটুখানি টোকা দিলে
ঝরঝরিয়ে পড়ে।’
উত্তর: শিশির
৫. ‘আসল ছেড়ে বছর গেল, প্রাপ্তিযোগে কি ফল হল?’
উত্তর: আপেল
৬. ‘আগা কেটে ডাল কেটে,
বসাইলাম চারা,
ফুল নাই ফলও নাই
পাতাতেই ভরা।’
উত্তর: পান
৭. ‘আগা গোড়া কাটা,
চুলের জন্য ঝাটা।’
উত্তর: চিরুনি
৮. ‘বলতে পারো নাকি,
কার লেজ কেটে দিলে
প্রথম ব্যঞ্জন বর্ণ থাকে?’
উত্তর: কলেজ
৯. ‘মুখ দিয়ে খায়, পেট দিয়ে ফেলে।
উত্তর: বদনা
‘১০. একটা মাথা তিনটা পা,
চললে বলি আগে আগে।
থামলে বলি হায় হায়,
প্রাণটা বুঝি রাখা দায়।’
সিলিং ফ্যান
উত্তর: সিলিং ফ্যান
১১. ‘একটা ছোট ঘরে,
অনেক মাথা ধরে।’
দেশলাই
উত্তর: দেশলা
১২. ‘উল্টো করে চলবে তুমি,
চালটা তোমার ধরে।
পা কেটে ফল খাইয়ে দেব,
ফল কেটে পান করে।’
উত্তর: বেলচা
১৩. ‘উড়লেও পাখি নয়
বলো দেখি কারে কয়?’
উত্তর: চামচিকা
১৪. ‘উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা,
কে আমি ভেবে চিন্তে বলে ফেলো তা।’
উত্তর: তাল
১৫. ‘উল্টো সোজা একই কথা,
প্রাণি যেথা সেও তথা।
তিন অক্ষরে সবটা,
বল দেখি উত্তরটা।’
উত্তর: নয়ন
১৬. ‘রয় না আকাশে,
যাবে না চোখেও।
বাগানে চেয়ে দেখ,
তবুও সে হাসে।’
উত্তর: নয়নতারা
১৭. ‘আছাড়ে হই না কাবু,
নই আমি ফুলবাবু।
টেপাটেপিতে মরণদশা,
আমি তো নই মশা।
ক্ষুধা লাগলে সবাই
হয়ে যায় পাগল,
আমাকে করতে জোগাড়
বাজারে নামে ঢল।’
উত্তর: ভাত
১৮. ‘আগায় খস খস
গোড়ায় মৌ,
যে বলতে না পারবে
সে পবন ঠাকুরের বউ।’
উত্তর: আখ
১৯. আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?
উত্তর: নাম
২০. ‘উঠিতে ঝটপট
বসিতে পাহাড়,
লক্ষ লক্ষ জীব ধরে
করে না আহার।’
উত্তর: খেওয়া জাল
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel