২০ টি বাচ্চাদের ধাঁধা উত্তর সহ || 20 Kids Riddles in Bengali with answers
Kids Bangla Dhadha বা বাচ্চাদের ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Kids Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত বাচ্চাদের ধাঁধা ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -Kids Riddles in Bengali to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাচ্চাদের ধাঁধা উত্তর সহ – 20 Kids Riddles in Bengali with answers.
তোমরা সব তৈরী তো ?
১. ‘এক ঘরে জন্ম হয়,
দুই সহোদর ভাই।
মানুষের শরীর মাঝে,
এর দেখা পাই।’
২. ‘এক গাছে হয় তিন তরকারি, আজব কথা বলিহারি।’
৩. ‘আগা গোড়া বেশি নয়,
মাঝে বেশি জল।
গাছে গাছে ফলে থাকে,
সে কি দেশি ফল।’
৪. ‘একটুখানি গাছে
তিল ঝুরঝুর করে।
একটুখানি টোকা দিলে
ঝরঝরিয়ে পড়ে।’
৫. ‘আসল ছেড়ে বছর গেল, প্রাপ্তিযোগে কি ফল হল?’
৬. ‘আগা কেটে ডাল কেটে,
বসাইলাম চারা,
ফুল নাই ফলও নাই
পাতাতেই ভরা।’
৭. ‘আগা গোড়া কাটা,
চুলের জন্য ঝাটা।’
৮. ‘বলতে পারো নাকি,
কার লেজ কেটে দিলে
প্রথম ব্যঞ্জন বর্ণ থাকে?’
৯. ‘মুখ দিয়ে খায়, পেট দিয়ে ফেলে।
‘১০. একটা মাথা তিনটা পা,
চললে বলি আগে আগে।
থামলে বলি হায় হায়,
প্রাণটা বুঝি রাখা দায়।’
সিলিং ফ্যান
১১. ‘একটা ছোট ঘরে,
অনেক মাথা ধরে।’
দেশলাই
১২. ‘উল্টো করে চলবে তুমি,
চালটা তোমার ধরে।
পা কেটে ফল খাইয়ে দেব,
ফল কেটে পান করে।’
১৩. ‘উড়লেও পাখি নয়
বলো দেখি কারে কয়?’
১৪. ‘উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা,
কে আমি ভেবে চিন্তে বলে ফেলো তা।’
১৫. ‘উল্টো সোজা একই কথা,
প্রাণি যেথা সেও তথা।
তিন অক্ষরে সবটা,
বল দেখি উত্তরটা।’
১৬. ‘রয় না আকাশে,
যাবে না চোখেও।
বাগানে চেয়ে দেখ,
তবুও সে হাসে।’
১৭. ‘আছাড়ে হই না কাবু,
নই আমি ফুলবাবু।
টেপাটেপিতে মরণদশা,
আমি তো নই মশা।
ক্ষুধা লাগলে সবাই
হয়ে যায় পাগল,
আমাকে করতে জোগাড়
বাজারে নামে ঢল।’
১৮. ‘আগায় খস খস
গোড়ায় মৌ,
যে বলতে না পারবে
সে পবন ঠাকুরের বউ।’
১৯. আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?
২০. ‘উঠিতে ঝটপট
বসিতে পাহাড়,
লক্ষ লক্ষ জীব ধরে
করে না আহার।’
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel