২০ টি দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ || MindYourLogic Dhadha
২০ টি দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ || 20 Sweet Riddles with answers
দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ -Sweet Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব - Sweet Riddles Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ – 20 Sweet Bangla Dhadha with Answer।
তোমরা সব তৈরী তো ?
১. ‘উঠান ঠন ঠন বৈঠক মাটি,
কুমারে পড়ছে ঐ।
ঘটি বিনে দুধে হইচই,
এমন কুমার পাইল কই?’
উত্তর: চুনের ঘটি
২. ‘উঠানে বাগানে আমি থাকি বারো মাস,
আমাকে পেতে লোকে করে কত আশ।
আমাকে ছাড়া হয় না শুভ কাজ-অনুষ্ঠান,
সোনার চেয়ে আমাকে বেশি দেয় সম্মান।’
উত্তর: ফুল
৩. ‘একটা গরুর পাছ পাছ লেজুর,
পাঁচটা গরুর কয়টি লেজুর?’
উত্তর: পাঁচটি
৪. ‘রাস্তাঘাটে অনিচ্ছায়
সদাই করি ভক্ষণ,
বড়োর চেয়ে ছোটরাই
খায় বেশি সারাক্ষণ।’
উত্তর : সিগারেট
৫. আগ কেটে বাগ কেটে রূপিলাম চারা,
ফল নেই, ফুল নেই, শুধু লতায় ভরা।
উত্তর: পান
৬. আসলে নকল দেখি,
মাথা কেটে সিক্ত নাকি।
শেষ জোড়া দু নম্বরটা,
তাই নিয়ে যায় শিকারী।
উত্তর: ভেজাল
৭. আঘাত নয়,
দেশের নাম,
বলতে পারলে সম্মান।
উত্তর: ঘানা
৮.‘কদমের ভাই সজন রায়,
একশ’ আটটা জামা গায়।
তবু তার সাধ মেটে না
আরও সে জামা চায়।’
উত্তর: কলাগাছ
৯. ‘কোন গাছে হয় না ফুল, তবু আছে গন্ধ।’
উত্তর: চন্দন গাছ
১০. ‘ইনসিঙ্গি বিনসিঙ্গি,
মাথায় তিনটি শিং।
পশু নয় পাখি নয়,
পানিতে পাড়ে ডিম।’
উত্তর: পানিফল
Hindi Bangla Telugu Tamil Malayalam Riddle Blogs ad
১১. ‘আগা গোড়া উল্টে পাল্টে,
যাবেন তিনি রোজ।
সবটা কারো রাজা নহে,
মন্ত্র করে খোঁজ।’
উত্তর: নিয়তি
১২. ‘আগা কেটে ডাল কেটে
বসাইলাম চারা,
ফুল নাই ফলও নাই
পাতাতেই ভরা।’
উত্তর: পান
১৩. কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যা বলা যায়না?
উত্তর: আপনি কি ঘুমাচ্ছেন? এই প্রশ্নে।
১৪. কেবান সে ফল ভাই, লেজে থাকে দাড়ি?
গা কেটে ধরে ফল, খায় নর-নারী।
উত্তরঃ ভুট্টা
১৫. কট কাচারিতে বিচার শুনি, জন্ম আমার বনে।
সবাই আমার পেটে বসে, কষ্ট পাই না মনে।
উত্তরঃ চেয়ার।
Hindi Bangla Telugu Tamil Malayalam Riddle Blogs ad
১৬. কনছেন দেখি, সাদার ভেতর সাদা।
উত্তরঃ ডিম।
১৭. কদমের ভাই সজন রায়; একশো আটটা জামা গায়।
তবু তার সাদ মিটে না, আরো জামা চায়।
উত্তরঃ কলাগাছ।
১৮. কলের মধ্যে পা দিয়েছি, তাইতো আমায় পেলে।
বিপদ হলে দোষটা সবাই আমার ঘাড়ে ফেলে।
উত্তরঃ কপাল।
১৯. কনছেন দেখি কোন খানা খাওয়া যায় না?
উত্তরঃ গোসলখানা।
২০. কনছেন দেখি কোণ বাসা ভাড়া দেওয়া যায় না?
উত্তরঃ ভালবাসা।
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel