আপনার বুদ্ধি এবং মস্তিষ্কের পরীক্ষা করার জন্য ৫ টি বাংলা ধাঁধা | 5 Bangla dhadha to test your mind and logic | MindYourLogic Dhadha
আপনার বুদ্ধি এবং মস্তিষ্কের পরীক্ষা করার জন্য ৫ টি বাংলা ধাঁধা | 5 Bangla dhadha to test your mind and logic
বুদ্ধির ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা – Bangla dhadha to test your mind and logic আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত বুদ্ধির ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব। তাই তোমাদের জন্য রইলো ২০ টি বুদ্ধির ধাঁধা উত্তর সহ – 5 Bangla dhadha to test your mind and logic with answers.
১. শহরের মিউজিয়াম থেকে দুষ্প্রাপ্য জুতো চুরি হয়ে যায় । খবর টা শহরে ছড়িয়ে পড়ায় সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয় । সেখানকার পুলিশ কতৃপক্ষ ডিটেকটিভ মেহুল এবং যশ কে ডেকে আনে । চুরি হওয়ার দিন মিউজিয়ামে অনেক লোক এসেছিল । চোর কোনো ক্লুই রেখে যায়নি । মেহুল ভালো ভাবে সেদিনের দুটো ফুটেজ চেক করে এবং তখনই বুঝতে পারে যে কে চোর। এই ছবি গুলোকে দেখো এবং আমাকে বলো যে কে চুরি টা করেছে ??
উত্তর : এই ফুটেজ গুলোকে ভালো করে দেখো এবং তাতে তোমরা দেখতে পাবে বেগুনি রঙের ড্রেস পড়া মেয়েটি কিছুটা অন্যরকম লাগছে , তার উচ্চতা সেকেন্ড ফুটেজে বেড়ে গেছে । এটা কিকরে সম্ভব ?? অর্থাৎ সে দুষ্প্রাপ্য জুতোটা পরে নিয়েছে ।
২.লন্ডনে রাস্তায় চকলেটের রাপার ছুড়ে দেওয়া বেড়েই চলেছিল । বাচ্চারা খুবই কেয়ারলেস ছিল এবং তারা চকলেট খেয়ে তার রাপার ফেলে দিত ।
একজন বিক্রেতা চিন্তা করে এবং একটা বুদ্ধি ভাবে ।
বিক্রেতা : তিনটে চকলেট রাপার এর বিনিময়ে একটা চকলেট নিয়ে যাও ।
লোভী বাচ্চারা চকলেটের প্যাকেট গুলো দোকানদার কে দিতে শুরু করে। যদি একটা চকলেটের দাম তিন ডলার হয় তাহলে কতগুলো চকলেট কিনতে পারবে রাকা যদি তার কাছে 15 ডলার থাকে ??
উত্তর : পনেরো ডলার এর বিনিময়ে রাকা পাঁচটা চকলেট কিনে নেবে । রাকা পাঁচটা রাপার পেয়ে যাবে । তারপর তিনটে রাপার দিয়ে একটা চকলেট নিয়ে নেবে। এখন তার কাছে আরো তিনটে রাপার চলে আসলো । অর্থাৎ আরো একটা চকলেট । অর্থাৎ পনেরো ডলার এ রাকা সাতটা চকলেট পাবে । তাই আমাদের রাস্তায় কখনোই নোংরা ফেলা উচিত নয় ।
৩. শহরের সবচেয়ে বড় ধনী মিস্টার স্মিথ হঠাৎ করে একটা এক্সিডেন্ট এর শিকার হন এবং তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলে । তার সন্তান হলো তার একমাত্র কন্যা । যখন তার হসপিটাল এ তার ঘুম ভাঙ্গলো তখন দুজন মেয়ে এসে বলে সে তার কন্যা । তাদের মধ্যে একজন মিথ্যা কথা বলছে । তোমরা কি মিস্টার স্মিথ কে হেল্প করতে পারবে তার আসল কন্যা কে খুঁজে বার করতে ??
উত্তর : চলো উত্তর টা দেখে নেই । B মেয়েটা হলো মিস্টার স্মিথ এর আসল কন্যা । যদি তোমরা লক্ষ্য কর মিস্টার স্মিথ এর তার মেয়ের সাথে একটা ছবি রয়েছে । মিস্টার স্মিথ এর বা গালে একটা তিল রয়েছে । B মেয়েটির গালে সেরকমই একটা তিল রয়েছে যেটা ছবিতে রয়েছে । অর্থাৎ সেই হলো মিস্টার স্মিথ এর আসল কন্যা।
৪. একটা বুটিকে চুরির সংখ্যা বেড়েই চলেছিল । গার্ড কিছুতেই চোরটাকে ধরতে পারছিল না । এই চুরির থেকে বিরক্ত হয়ে সেখানকার মালিক ডিটেকটিভ মেহুল কে ফোন করে । মেহুল সেখানে আসে আর সব ভিডিও ফুটেজ গুলোকে চেক করে । তার ফুটেজ গুলোকে খুব সন্দেহ হয়। সে ফুটেজ গুলোকে আবার দেখে আর তখনই চোরগুলোকে ধরে ফেলে ।
উত্তর : c মেয়েটা হলো চোর। সে দুটো ড্রেস নিয়ে চেঞ্জিং রুমে যায়। কিন্তু একটা ড্রেস নিয়ে ফিরে আসে । সে তার ড্রেসের নিচে আরো একটা ড্রেস পড়ে নিয়েছে । অন্য ড্রেসের ট্যাগ টা এখানে পড়ে রয়েছে ।
৫. একটা সোমবার এর ব্যস্ত সকালে আলিশাকে মৃত অবস্থায় পাওয়া যায় তারই বাড়িতে ।
ডিটেকটিভ মেহুল কে ডাকা হয় এই কেস টা ইনভেস্টিগেট করার জন্য। সে যখন ক্রাইম সিনে পৌঁছায় , সে মার্ডার ওয়াপন টা খুজে পায় । এতে তো রক্ত লেগে রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট ও লেগে রয়েছে । যখন খুনটা হয় তখন বাড়িতে কেউই ছিল না। ডিটেকটিভ মেহ্নল আলিশার অতীত সম্পর্কে জানার চেষ্টা করে । সে জানতে পারে আলিশার অনেক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল এবং অনেক ছেলেকেই ধোকা দিয়েছে । এটা হলো ছুরির ওপর পাওয়া ফিঙ্গার প্রিন্ট আর এগুলো হলো তার বয়ফ্রেন্ড দের পাওয়া ফিঙ্গারপ্রিন্ট । এই ফিঙ্গার প্রিন্ট গুলোকে ভালো করে দেখ এবং আমাকে বলো এটা হত্যা না আত্মহত্যা ?
উত্তর : যদি তোমরা দেখো আলিশার ফিঙ্গারপ্রিন্ট আর ছুরির ওপরে থাকা ফিঙ্গারপ্রিন্ট মিলে যাচ্ছে । তাহলে আলিশা আত্মহত্যা করেছে ।
এরকম আরো মজার মজার বাংলা ধাঁধা সমাধান করতে এখনই দেখুন MindYourLogic Bangla