২০ টি বাংলা হাসির ধাঁধা উত্তর সহ | Bangla Dhadha With Answers
মজার ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা - bangla dhadha with answers আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব - বুদ্ধির ও মজার ধাঁধা উত্তর সহ । তাই তোমাদের জন্য রইলো ২০ টি কঠিন বাংলা হাসির ধাঁধা উত্তর সহ – 20 Funny Bangla Dhadha with Answer। তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি মজার বাংলা ধাঁধা – 20 Riddles in Bengali.
তোমরা সব তৈরী তো ?
১. হাত-পা নেই তার বুক পেতে চলে,
নিজেকে গোপন করে কারো পরশ পেলে।
২. তিন বর্ণে নাম আমার বিদ্যানের সাথি,
মাথাটা কেটে ফেললে হই মাপকাঠি।
৩. সব কথার মানে সেইখানে আছে,
শেষের দুটি দেখ মাঠতেই পাবে।
৪. আমি যখন এলাম, তুমি কেনো এলে না, তুমি যখন এলে,
কতো কি খেলে, একবার গেলে, ফিরে তুমি এলে,
কিন্তু হিয়! বৃদ্ধকালে আমায় ছেড়ে গেলে!
৫. একটা জিনিস তোমার, কিন্তু অন্যান্য লোকেরা এ
টি আপনার চেয়ে বেশি ব্যবহার করে?
৬. তিন বর্ণে নাম আছে এক দেশ,
মধ্যের বর্ণ বাদ দিলে খেতে লাগে বেশ।
৭. হাত আছে পা নেই, বুক তার ফাটা।
মানুষ গিলে খায়, নাই তার মাথা।
৮. চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায়। কেন?
উত্তরঃ চীনের জনসংখ্যা জাপানের চেয়ে বেশি ।
৯. আমি যাকে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম।
সে যখন চলে গেল তারে আমি নিয়ে এলাম।
১০. সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার,
শুক্রবার, শনিবার বা রবিবার শব্দটি ব্যবহার না করে
তুমি কি টানা তিন দিনের নাম বলতে পারবে?
উত্তরঃ গতকাল, আজ এবং আগামীকাল।
১১. নাকের ডগায় পৈতে আটকান
চৈতনে মার টান
গলায় ধরে দাও পটকান
ঘুরতে থাকে ঘ্যানের ঘ্যান।
১২. কেমন স্বভাব তোর
এ কেমন ধারা
রাত্রে থাকিলে শুয়ে
দিনে র’লি খাড়া।
১৩. তিন বীর রারো শির
বত্রিশ লোচন,
ভূমিতে পড়িয়া বীর
করে মহারণ।
১৪. শৈশবে কেলে পানা
যৌবনে লাল
অবশেষে সাদা রং
কার এমন হাল।
১৫. লাল বরণ, ছয় চরণ,
পেট কাটলে হাঁটে,
মূর্খ লোকে বলবে কিসে
পন্ডিতের শির ফাটে।
১৬. চোখ বড়, দীর্ঘ কেশ
একটা দাঁড়া, শক্ত বেশ
জলের পোকা বলতো কে
কদর তার বিদেশে।
১৭. জলে রই স্থলে রই
জল বিনা কিছু নয়।
১৮. শৈশবে সে বস্ত্রধারী
যৌবনে উলঙ্গ
বৃদ্ধকালে দাড়ির জটা
মাঝখানে সুরঙ্গ।
১৯. উড়তে পাখি উনুর ঝুনুর
বসতে পাখি ধন্দা
আহার করতে যায় পাখি
হাত থাকে তার বান্ধা।
২০. জন্মে ছিল ফর্সা সাদা
কাজের জন্য কালো
এক ডুব খায় এক গাদা মাছ
নামটি তাহার বল।
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel