Hard Bangla Dhadha: Challenge Your Mind with 20 Bengali Riddles


Hard Bangla Dhadha আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -Hard Bangla Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি কঠিন বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ – 20 Hard Bangla Dhadha with Answer। তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি বাংলা ধাঁধা – 20 Riddles in Bengali.

তোমরা সব তৈরী তো ?

 

১. বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে।

উত্তরঃ আনারস।

 

২.  ঘরের মইধ্যে ঘর নাচে কনে-বর।

উত্তরঃ মশারি।

 

৩.  নিজের গালে নিজে চড় মারি কখন? বি.দ্র. "নিজের প্রতি বিরক্ত হয়ে"-এই উত্তর দিলে, উত্তর ভুল হবে।

উত্তরঃ গালে মুশায় কামড় দিলে।

 

৪.  বাজারের থলি হাতে ঘর থেকে বের হবার মুখে স্ত্রীর ডাকে ফিরে তাকালেন কালিদাস পণ্ডিত। ক্ষণপূর্বে পণ্ডিতের সওয়ালের জবাবে দিয়েছিলেন মুখ ঝামটা। এক্ষণে পণ্ডিতের সাথে তার পত্নী করলেন কিছুটা রহস্যপূর্ণ আচরণ। বাজার থেকে অন্যান্য সদাইয়ের সাথে আরো যা আনতে হবে তা কালিদাসকে জানালেন। জানালেন বটে, তবে তা সরাসরি নয়, ছড়ায়-ছন্দে, কালিদাসীয় কায়দায়। তিনি বললেন,
কাঁসারীর সারী ছাড়া
পাঁঠা ছাড়া পা,
লবঙ্গের বঙ্গ ছাড়া
কিনে এনো তা’।
পণ্ডিত মুচকি হেসে ঘাড় নেড়ে বাজারের দিকে রওনা হলেন। মনে মনে খুশিও হলেন স্ত্রীর পাণ্ডিত্যে।  
এখন বলতে হবে কি আনতে বলা হয়েছিল?

উত্তর : কাঠাল

 

৬.  কোন জিনিস কাটলে আলাদা হয় না।

উত্তরঃ পানি।

 

 

৭. পণ্ডিত যাচ্ছেন একমনে ঘাসের গালিচা বিছানো ছায়া ঢাকা ঢাকা পথ দিয়ে। ফসল ভরা মাঠের পাশেই চারণ ক্ষেত্রে গরু, মহিষ, ছাগলের পাল চরছে। আপন মনে পথ চলতে চলতে কালিদাস আউড়ালেনঃ
কালিদাস পণ্ডিতে কয়
পথে যেতে যেতে,
নেই তাই খাচ্ছো,
থাকলে কোথায় পেতে?

উত্তরঃ অন্যের জমি গরু ছাগলে খেলে যারা ধরে নিয়ে যায় এবং পরে জরিমানা দিয়ে আনতে হয় সেটা। 

 

৮.  করিম সাহেব তার উকিল জলিল সাহেবের সাথে জেলখানায় কথা বলছেন। তারা জামিনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু জজ সাহেব জামিন আবেদন খারিজ করে দেওয়ায় তারা খুবই আপসেট হয়ে পড়েছেন। কথাবার্তার এক পর্যায়ে একজন সেন্ট্রি এসে করিম সাহেবকে যেতে বলায় তিনি জেল থেকে বের হয়ে বাসায় চলে গেলেন। সেন্ট্রিটি করিম সাহেবকে যেতে দিল কেন?

উত্তরঃ কেস উঠিয়ে নেওয়া হয়েছে। 

 

৯.  শিকড় ছাড়া গাছটি ফল ধরে ১২ টি পাকলে হয় একটি। বলুন তো জিনিস টা কি?

উত্তরঃ ১২ মাস।

 

১১.  আমি রড দিয়ে এমন একটি খাঁচা বানালাম যার কোনো দরজা নেই, জানালা নেই বা এমন কোনো ফাঁক নেই যা দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন। আপনার সাথে এমন কোনো কিছু নেই যা দিয়ে রড কাটতে পারবেন। এখন বলেন, এই খাঁচা থেকে কিভাবে বের হবেন ? 

উত্তরঃ ঐ খাচায় ঢুকবে কিভাবে? 

 

১২.  আল বেয়ে যায় সাপ ফিরে ফিরে চায় বাপ।

উত্তরঃ সুঁই-সুতো।

 

 

১৩.  রাজা-মন্ত্র্রি-সৈন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায় জীবন তো দূরের কথা, ঢাল-তলোয়ার ছাড়াই কুপকাত।

উত্তরঃ দাবা খেলা।

 

১৪. বলো সে কী ফল খেতে বড় বেশ- কলজের মধ্যে থোকা থোকা কমলা বুড়ির কেশ।

উত্তরঃ। পাকা কাঠা

 

১৫. মানুষ নয় প্রাণীও নয় পিছে পিছে ঘোরে লাথি দিলে সেও যে লাথি দেয় জোড়ে।

উত্তরঃ ছায়া।

 

 

১৬. হাতি নয় ঘোড়া নয়, মোটা মোটা পা তরু নয়, লতা নয়, ফুলে ভরা গা।

উত্তরঃ পালঙ্ক।

 

 ১৭.  তিন অক্ষরের নাম তার বাংলাদেশে নাই প্রথম অক্ষর বাদ দিলে অনেক লোকে খায়।

উত্তরঃ জাপান।

 

১৮.  অলি অলি পাখিগুলি গলি গলি যায়, সর্ব অঙ্গ ছেড়ে দিয়ে চোখ খুবলে খায়।

উত্তরঃ ধোঁয়া।

 

১৯.  উড়তে পাখি উনুর ঝুনুর বসতে পাখি ধন্দা আহার করতে যায় পাখি হাত থাকে তার বান্ধা।

উত্তরঃ জাল। 

 

২০. হাতে আছে, হাতে নাই হাত বাড়ালে পাবি কই।

উত্তরঃ কনুই।

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel

 

 


bangla dhadha

20-bangla-riddles-and-dhadha-question-answer
Anshul Khandelwal 2023-07-10

"বাংলা ধাঁধা" - 20 Bangla dhadha with Answer | 20 Riddles in Bengali 

Here are ২০ টি বাংলা ধাঁধা to test your IQ. Can you solved this 20 Riddles in Bengali, its Bangla D...

bangla-dhadha-can-you-solve-this-20-riddles-in-bengali
Anshul Khandelwal 2023-07-11

২০ টি বাংলা ধাঁধা | Bangla dhadha - Can you solve this 20 Riddles in Bengali ?

Here are the latest "20 টি বাংলা ধাঁধা" (20 Bengali riddles) for you. Let's take on the challenge an...

20-easy-riddles-in-bengali
Anshul Khandelwal 2023-07-12

20 Easy Riddles in Bengali to Test Your IQ - Bangla Dhadha with Answer "বাংলা ধাঁ

Here are 20 easy Riddles in Bengali to test your IQ. Can you solved this 20 Bangla dhadhai, its Bang...

20-hard-bangla-dhadha
Anshul Khandelwal 2023-07-13

20 Hard Bangla Dhadha | Bangla dhadha with Answer | 20 Riddles in Bengali

Can you solve these 20 Bengali riddles? Exercise your brain with mind-boggling challenges in the Ben...

20-hard-riddles-in-bengali-with-exciting-bengali-riddles-with-answers
Anshul Khandelwal 2023-07-17

"বাংলা ধাঁধা" : 20 Hard Riddles in Bengali with Exciting Bengali Riddles with Answers

Solve 20 hard Riddles in Bengali in our "বাংলা ধাঁধা" collection. " Ready for a brain-bending challe...