20 Easy Riddles in Bengali to Test Your IQ - Bangla Dhadha with Answer "বাংলা ধাঁ
বাংলায় 20টি সহজ ধাঁধা (20 Easy riddles in Bengali) - ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। ধাঁধা আমাদের স্মৃতিশক্তি ও চিন্তাশক্তিকেও শক্তিশালী করে। নিয়মিত ধাঁধার প্রশ্ন ও উত্তর সমাধান করে সহজেই করা যায়। তাই এখানে উত্তর সহ বাংলা প্রশ্নের 20টি ধাঁধা রয়েছে।
আপনি কি সব প্রস্তুত?
১. এমন একটি জিনিস যেটা সব লোকই খায়
ছোট ছেলেরা খেলেপরে মায়ের কাছে যায়
বৃদ্ধ লোকে খেলেপরে মাথায় দেয় হাত
যুবক যুবতীরা খেলে এদিক ওদিক তাকায়
উত্তর :- আছার
২. তেল চক চক পাতা
ফলের ওপর কাঁটা
পাকলে হয় মধুর মত
দানা গোটা গোটা।
উত্তর :- কাঠাল
৩. তিন অক্ষরে জিনিসটা
কি নাম তার বলনা
মাথা কাটলে চলে আর
মাথা না কাটলে চলে না।
উত্তর :- পেন্সিল
৪. মেঘের ডাকে জল ছেড়ে, ডাঙায় উঠে পড়ে, মানুষ তার মাঠে পেলে , নিয়ে যায় ঘরে।
উত্তর :- কইমাছ
৫. হাত আছে পা নেয় , মাথা তার কাটা , আস্ত মানুষ গিলে খায় , বুক তার ফাটা।
উত্তর :- জামা
৬. একই প্রশ্ন কিন্তু , সবাই আলাদা আলাদা উত্তর দেয়, অথচ সবার উত্তরই ঠিক , প্রশ্নটি কি ?
উত্তর :- তোমার নাম কি ?
৭. আমি অন্ধকার কিন্তু , আলো ছাড়া আমার অস্তিত্ব নেই, আমি কে ?
উত্তর :- ছায়া
৮. কোথায় নদী আছে , কিন্তুু জল নেই, পাহাড় আছে ,কিন্তু পাথর নেই, দেশ আছে ,
কিন্তু লোক নেই ?
উত্তর :- ম্যাপ বা মানচিত্র
৯. সমুদ্রে জন্য আমার , থাকি সবার ঘরে, একটু জলের স্পশ্র পেলে , যায় আমি মরে
উত্তর :- নুন বা লবণ
১০. একজন সাঁতারু জলে ডুবে , সাঁতার কাটলো, চিত সাঁতারও কাটলো , কিন্তু তার চুল ভিজলোনা, এটা কিভাবে সম্ভব
উত্তর :- কারণ তার মাথায় চুল ছিলনা বা সে টাকলা ছিলো
১১. একটি মাত্র অক্ষর যোগ করে , কিভাবে একজন কে বড়ো জন করবেন?
উত্তর :- ড যোগ করে অর্থাৎ এক জন এই লেখাটিতে এক ডজন, এক ডজন অর্থাৎ ১২
১২. একটি ট্রাক ড্রাইভার ওয়ান ওয়ে রাস্তা দিয়ে,সিগন্যাল না মেনে উল্টো দিকে যাচ্ছিলো , তবু ট্রাফিক পুলিশ ধরলনা কেনো ?
উত্তর :- কারণ ট্রাক ড্রাইভারটি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল।
১৩. আমি সবসময় তোমার চোখের সামনে , উঠি আর বসি কিন্তু তুমি আমাকে , দেখতে পাওনা আমি কে?
উত্তর :- চোখের পাতা
১৪. আপনাকে একবাটি ফোটানো দূধ , আর একটি চামচ দেওয়া হলো, আপনি চুমুক দিয়ে খেতে পারবেননা , আবার চামচ দিয়েও খেতে পারলেননা কেনো?
উত্তর :- কারণ আপনাকে কাঁটা চামচ দেওয়া হয়েছিল।
১৫. Mrs বোস গল্প করতে করতে সিনেমা দেখবেন , বলে সিনেমা হলের একবারে ধারের দিকের
দুটি কেটে আনতে বললেন Mr বোস ধারের টিকিটি আনলেন তাও mrs বোস রেগে গেলেন কেনো ?
উত্তর :- কারণ তিনি ধার করে টিকিট এনেছিলেন।
১৬. মামী ডাকে মামা বোলে, বাবাও বলে তাই ,ছেলেও বলে মামা, মাও বলে তাই
উত্তর :- চাঁদ মামা
১৭. দেখে এলাম দাদা,চেতালের হাটে একটি মাত্র ছেলে দুটি মায়ের পেটে
উত্তর :- দরজার খিল
১৮. দুই অক্ষরে পাখির নাম, পৃথিবীতে থাকি , শেষের অক্ষর বাদ দিলে , সেই নামে ডাকি
উত্তর :- কাক ( শেষের অক্ষর অর্থাৎ ক টি বাদ দিলে পরে থাকে কা আর কাক কা কা করেই ডাকে )
১৯. ভাষা আছে, কথা আছে, সারা শব্দ নেই, মানুষের আছে বু প্রাণ নাই
উত্তর :- বই
২০. দুই অক্ষরে নাম তার , জলেতে জিবন , ই কার যোগেতে হই, রোগের কারণ
উত্তর :- মাছ
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel